ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তেলবাহী ট্রাকের সিলিন্ডারে ৩৬ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৯ জুলাই ২০১৮

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ার রশিদের পাড়া এলাকা অভিযান চালিয়ে একটি তেলবাহী ট্রাক থেকে ৩৬ হাজার ইয়াবাসহ ট্রাকচালককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

শনিবার রাতে এ অভিযান চালানো হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‌্যাব। গ্রেফতার মো. ইসমাইল (৩০) চট্টগ্রামের লোহাগাড়ার রশিদেরপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন-৭৯৫৯) ইয়াবা নিয়ে যাচ্ছে- এমন তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাব। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কস্থ মেসার্স আলহাজ ইউসুফ অ্যান্ড সন্সের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় চালক ইসমাইলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ট্রাকের সিলিন্ডারের ভেতর থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে উদ্ধার ইয়াবাসহ গ্রেফতার ইসমাইলকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

আরও পড়ুন