ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৯ জুলাই ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাস নির্মূল করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

রোববার দুপুরে পাবনার বেড়া, সাঁথিয়া এবং সুজানগর উপজেলার মিলনকেন্দ্র কাশিনাথপুরে নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। জনগণের সহযোগিতায় দেশ থেকে মাদক নির্মূল করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকু, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন ও বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ।

একে জামান/এএম/আরআইপি

আরও পড়ুন