ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস টেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূ রাজিয়া সুলতানা আত্মহত্যা করেছেন। নিহত রাজিয়া বেগম উপজেলার বেগমপুর গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। শুক্রবার সকাল ১১টায় বিরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিয়া সুলতানা (৩০) অভাবী সংসারে এনজিওর ঋণ নিয়ে ঠিকমতো কিস্তি দিতে পারছিলেন না। সকালে এ নিয়ে শ্বশুর সম্পর্কীয় শামসুল হক রাজিয়াকে চড়-থাপ্পড় মারেন। অপমান সইতে না পেরে রাজিয়া বাড়ি সংলগ্ন রেল লাইনে গিয়ে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে