ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতিয়ায় দেড় লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৭ আগস্ট ২০১৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশান অফিসার লে. তানভীর আহম্মেদ জাগো নিউজকে জানান, মেঘনা নদীতে জেলেরা নিষিদ্ধ বিভিন্ন প্রকারের জল ব্যবহার করে মাছ ধরেছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট ও চারটি বিন্দি জাল জব্দ করা হয়। তবে অভিযানের আগেই জেলেরা পালিয়ে যাওয়ায় জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

মিজানুর রহমান/এআরএ/পিআর