ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাকে গলা কেটে হত্যা করলো ছেলে

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০১ আগস্ট ২০১৮

কিশোরগঞ্জের বাজিতপুরে মা রেহেনা আক্তারকে (৬৫) গলা কেটে হত্যা করেছে সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদকাসক্ত ছেলে। বুধবার সকালে উপজেলার গাজীরচর ইউনিয়নের সাদিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার সাদিরচর গ্রামের নূরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে সাদ্দাম হোসেনকে আটক করেছে।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাদ্দাম হোসেনের সঙ্গে তার মা রেহেনা আক্তারের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বটি দিয়ে মাকে গলা কেটে হত্যা করে সাদ্দাম। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বটিসহ ছেলে সাদ্দামকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/আরএআর/আরআইপি

আরও পড়ুন