ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই সন্তানের হাত আগুনে ঝলসে দিলেন বাবা

প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৭ আগস্ট ২০১৫

লক্ষ্মীপুরে মাত্র ৮০০ টাকা চুরির অভিযোগে দুই কন্যা শিশু সন্তানের দুই হাত আগুনে ঝলসে দিয়েছেন পাষণ্ড বাবা। এ ঘটনায় শুক্রবার দুপুরে বাবা নুর মোহাম্মদকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে আটক করে পুলিশ। বাবার নিষ্ঠুরতার শিকার ওই দুই সন্তানের নাম সাবরিন সুলতানা (৭)  ও তাবাচ্ছুম আক্তার (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের দোলাকান্দি গ্রামে বৃহস্পতিবার সকালে ৮০০ টাকা চুরির অভিযোগে নুর মোহাম্মদ রান্নাঘরের চুলার আগুনে তার দুই শিশু সন্তানের হাত ঝলসে দেয়। এতে তাদের দু’জনেরই বাম হাতের তালু ও আঙ্গুল পুড়ে যায়। পরে গোপনে জেলা শহরের আধুনিক হাসপাতালে চিকিৎসা করায় নুর মোহাম্মদ। শুক্রবার দুপুরে ওই হাসপাতালে আবারো তাদের চিকিৎসার জন্য আনলে নুর মোহাম্মদকে আটক করে লক্ষ্মীপুর থানা পুলিশ।  

লক্ষ্মীপুর সদর থানার ওসি গিয়াসউদ্দিন মিয়া জানান, বিষয়টি স্পর্শকাতর। এঘটনায় স্বজনরা মামলা না করলে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।

কাজল কায়েস/এআরএস