ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে আন্দোলনরত ৬ শিক্ষার্থীকে আটক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০২ আগস্ট ২০১৮

ফেনীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ সড়কের মিছিল থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের শহরের ট্রাঙ্ক রোডে নিরাপদ সড়কের দাবিতে মিছিল বের করে ফেনী সিটি কলেজ ও পলিটেকনিকের শিক্ষার্থীরা। মিছিল শেষে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপর শহীদ শহিদুল্লাহ সড়কে সিটি কলেজের সামনে থেকে ছয় ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক মো. রাশেদ খান চৌধুরী ছয় শিক্ষার্থীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরএআর/পিআর

আরও পড়ুন