রাজবাড়ীতে পাটের ফলন কমে লোকসানে কৃষকরা
রাজবাড়ীতে নির্দিষ্ট সময়ে বীজ বপন করতে না পারা এবং অতিবৃষ্টির কারণে চলতি মৌসুমে পাটের ফলন কম হচ্ছে। সেইসঙ্গে পাটের দামও কম। ফলে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
রাজবাড়ী জেলার প্রধান অর্থকারী ফসল পাট। কিন্তু বৃষ্টির কারণে এবার সঠিক সময়ে পাটের বীজ বপন ও পরিচর্যা করতে পারেননি কৃষকরা। ফলে অনেক জমির পাট নষ্ট ও ফলন কম হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, অতিবৃষ্টির কারণে পাটের ফলন কম এবং এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পাট চাষ হয়েছে। এ বছর জেলায় ৪৯ হাজার ৬৬২ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪৭ হাজার ৭৮০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৮৮২ হেক্টর কম।
জানা গেছে, এবার কৃষকদের প্রতিবিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। বিঘাতে ফলন হয়েছে ৩ থেকে ৫ মণ এবং প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৬শ টাকায়।
কৃষকরা জানান, বৃষ্টির কারণে এবার পাটের ফলন ভালো হয়নি। বিঘাতে যে পরিমাণ পাটের ফলন হওয়ার কথা ছিল এবার তার অর্ধেক ফলন হয়েছে এবং অনেক পাট নষ্ট হয়েছে। এখন টাকা ধার করে খেত পরিষ্কার করতে হচ্ছে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান জানান, গত বছরের তুলনায় জেলায় এ বছর প্রায় ২ হাজার হেক্টর কম জমিতে পাট চাষ হয়েছে। বীজ বপনের সময় আগাম বৃষ্টিতে এ সমস্যা হয়েছে এবং ওই সময় ভালোভাবে পরিচর্যা না করতে পারায় ফলনও কম হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/পিআর