ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অঙ্গার মরদেহটি কার?

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৩ আগস্ট ২০১৮

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক নারীর (২৫) অঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর পেট্রল ঢেলে মরদেহটি পুড়িয়ে দেয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে স্বরুপপুর পাকা রাস্তার পাশের একটি খালি জায়গায় ওই পোড়া মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সিংগাইর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে হত্যা করে ফাঁকা রাস্তার পাশে ফেলে যায়। ধারণা করা হচ্ছে যাওয়ার সময় তারা মরদেহটি পুড়িয়ে দেয়। তবে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেলেও মুখমণ্ডল ও পায়ের কিছু অংশ অক্ষত রয়েছে।

খোরশেদ/এফএ/পিআর

আরও পড়ুন