গোপন বৈঠক থেকে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার
প্রতীকী ছবি
নীলফামারীতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার সময় সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফ শাহ্সহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ছাড়ার পাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলা জামায়াতের আমির রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আবু হানিফ শাহ্ (৪৮), ইটাখোলা ইউনিয়ন জামায়াতের আমির সিংদই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে খবির উদ্দিন (৫০), একই ইউনিয়নের রোকন ইটাখোলা গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আব্দুল সবুর (৫০) ও জামায়াত কর্মী কানিয়াল খাতা গ্রামের মজিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৪২), একই গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৩০), সিংদই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে একরামুল হক (৫০) এবং ইটাখোলা গ্রামের আমিনুর রহমানের ছেলে ওয়াহিদুল ইসলাম (৪৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের একটি মসজিদে সকাল ১০টার দিকে নাশকতার পরিকল্পনায় বৈঠকে বসেন তারা। বৈঠক চলাকালে সেখানে অভিযান চালিয়ে ওই সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে অনেকের নামে নাশকতার একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাহেদুল ইসলাম/আরএআর/এমএস