ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পল্লী বিদ্যুতের গাড়িচাপায় নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৪ আগস্ট ২০১৮

রাজশাহীর গোদাগাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির গাড়িচাপায় রুমা খাতুন (২২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুমা খাতুন উপজেলার কাদিপুর এলাকার বাদশা আলমের মেয়ে। তিনি সেখানকার প্রাণ জুস কারখানায় শ্রমিকের কাজ করতেন।

কারখানায় যাবার পথে সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার শিকার হন রুমা। পরে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় কারখানার আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন। তাদেরও রামেক হাসপাতালে নেয়া হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন কয়েকজন নারী শ্রমিক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহীগামী পল্লী বিদ্যুৎ সমিতির একটি জিপগাড়ি তাদের চাপা দেয়। এতে ওই তিন শ্রমিক আহত হন। মুর্মূর্ষু অবস্থায় রুমা খাতুনকে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত জিপগাড়িটি হেফাজতে নিয়েছে পুলিশ। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

দুর্ঘটনা কবলিত গাড়িটিতে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) রফিকুল ইসলাম। দুর্ঘটনার পর আহত রুমাকে নিয়ে রামেক হাসপাতালে আসেন তিনি।

তিনি জানান, দাফতরিক কাজে তিনি রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিতে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হয়। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন চালক। এক পর্যায়ে মহাসকের পাশে দাঁড়িয়ে থাকা নারীদের চাপা দেয় গাড়িটি। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন তারা। আহতদের চিকিৎসা এবং নিহতের পরিবারকে সহায়তার কথাও জানান রফিকুল ইসলাম।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/আরআইপি

আরও পড়ুন