সিরাজগঞ্জে যুবকের ধর-মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
ছবি-ফাইল
সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে আশরাফুল শেখ (২০) নামে এক মাদকাসক্ত যুবকের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের স্টেডিয়াম রোড এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল স্টেডিয়াম রোড এলাকার মৃত আজাদ শেখের ছেলে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আশরাফুল মাদকাসক্ত ছিল। এ কারণে তার যন্ত্রণায় পরিবার অতিষ্ঠ ছিল। প্রায় ২০/২২ দিন আগে সে নিখোঁজ হয়। বিভিন্ন সময়ে মাদক সেবন করে এখানে-সেখানে পড়ে থাকতো। এ কারণেই পরিবার তার খোঁজ-খবর নেয়নি। শনিবার দুপুরে ওই এলাকা দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পরিত্যক্ত ওই ঘরে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের অর্ধগলিত দেহ নিচে পড়ে থাকলেও মাথা ফাঁসের দড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
এসআই রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে ২০/২২ দিন আগে পরিত্যক্ত ওই ঘরে মাদক সেবন করার পর গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম