ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু আটক

প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৮ আগস্ট ২০১৫

সুন্দরবনের চাদপাই রেঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনদস্যু মাস্টার বাহিনী ও শিপন বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সুন্দরবনের নন্দবালা খালের ভারানী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেলেরা গুলিবিদ্ধ অবস্থায় জাকির (২৭) নামের এক বনদস্যুকে ধরে মংলা থানায় সোর্পদ করেছে।

জাকির বনদস্যু মাস্টার গ্রুপের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন চাদপাই রেঞ্জের ফরেস্ট অফিসার মো. মতিয়ার রহমান। তার বাড়ি মংলা উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামে।

জেলেদের বরাত দিয়ে সুন্দরবনের চাদপাই রেঞ্জের ফরেস্ট অফিসার মো. মতিয়ার রহামান জানান, শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নন্দবালা খাল এলাকায় বনদস্যু মাস্টার বাহিনী ও শিপন বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ সংগঠিত হয়। এ সময় দু`পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপি থেমে থেমে গুলি বিনিময় চলে। দু`পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ থেমে গেলে জেলেরা গুলিবিদ্ধ অবস্থায় দুই বনদস্যুকে দেখতে পায়। এদের মধ্যে একজন পালিয়ে গেলেও বনদস্যু জাকিরকে গুলিবিদ্ধ অবস্থায় ধরে মংলা থানায় সোর্পদ করে।

শওকত আলী বাবু/এসএস/আরআইপি