ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৩ শ্রমিকের

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৬ আগস্ট ২০১৮

নরসিংদীতে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- ঠিকাদার সিরাজ (৩৫), শ্রমিক রমিজ (১৭) ও রাকিব (২২)।

সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের বিলাসদি ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, শহরের বিলাসদি ব্যাংক কলোনি এলাকায় নতুন একটি বাড়ি নির্মাণের কাজ চলছিল। গত কয়েকদিন আগে সেপটিক ট্যাংকে ছাদের ডালাই দেয়া হয়। দুপুরে ট্যাংকের ভেতরে কাঠ ও বাঁশ খুলার জন্য রমিজ নামে এক শ্রমিক ভেতরে প্রবেশ করে। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে রাকিব নামে আরো এক শ্রমিককে পাঠানো হয়। যাওয়ার পর তারও কোনো শব্দ নেই। সর্বশেষ বাড়ির ঠিকাদার শিরাজ সেখানে যায়। তিনজনের কারোই কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে আরও এক শ্রমিক ভেতরে মাথা দিয়ে দেখতে গেলে সে অসুস্থ হয়ে যায়। পরে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যৌথভাবে ট্যাংকের ছাদ ভেঙে তিনজনতে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কত্যর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনার পর বাড়ির মালিককে খুঁজে পাওয়া যায়নি।

jagonews24

নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শফিকুর ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নির্মাণাধীন বন্ধ ট্যাংকটিতে প্রচণ্ড মিথেনাইল গ্যাস হয়ে গিয়েছিল। তাই তারা ভেতরে ঢুকার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে।

হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার পর তাদের তিনজনকেই মৃত হিসেবে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাব ও বিশাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

সঞ্জিত সাহা/আরএ/আরআইপি

আরও পড়ুন