ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৬ আগস্ট ২০১৮

গাজীপুরে যাত্রী হিসেবে ভাড়া নিয়ে চালককে গলা কেটে ছিনতাই করা ইজিবাইক উদ্ধার ও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর চাপুলিয়া এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের রতন মিয়ার ছেলে আরজু মিয়া (৩০)।

গুরুতর আহত ইজিবাইকচালক রুস্তম মল্লিক (৩০) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরদ্রুতা গ্রামের আজিজুল মল্লিকের ছেলে। তিনি গাজীপুর মহানগরীতে ইজিবাইক চালাতেন।

জয়দেবপুর থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, রোববার রাত ১১টার দিকে তিন যুবক শহরের শিববাড়ি থেকে চাপুলিয়া যাওয়ার কথা বলে রুস্তম মল্লিকের ইজিবাইক ভাড়া করেন। রাত সাড়ে ১১টার দিকে চাপুলিয়া টেকপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাকারীরা রুস্তমের গলায় রশি দিয়ে শ্বাসরোধ এবং চাকু দিয়ে গলা কেটে দেয়।

মৃত ভেবে তারা চালককে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রুস্তমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জয়দেবপুর থানা পুলিশের এসআই মো. সাদেকুজ্জামান বলেন, রাতেই অভিযান চালিয়ে সাইফুল ও আরজুকে গ্রেফতার এবং তাদের দেয়া তথ্যে ইজিবাইকটি উদ্ধার করা হয়। অপর ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তারা চাপুলিয়া পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থেকে নানা অপরাধমূলক কাজ করতো বলে স্বীকার করেছেন।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

আরও পড়ুন