মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রিফাত (৩০) ও মো. রাসেল (২২) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালাশুর এলাকার তমিজউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রিফাত উপজেলার পূর্ব বাঘড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং রাসেল জগন্নাথপুর গ্রামের শেখ কাসেমের ছেলে।
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, সড়কের পাশের একটি বাড়িতে থাইগ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। সড়কের পাশের খুঁটি থেকে বৈদ্যুতিক লাইন থাইয়ের সঙ্গে সংযুক্ত হয়ে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি