পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- হৃদয় (৪) ও আসমা (৫)।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় জানায়, সকালে হৃদয় ও তার খালাতো বোন আসমা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। পরে প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাদেরকে অনেক খোঁজাখুঁজির একপর্যায় বাড়ির পুকুরে দুইজনের ভাসমান মরদেহ দেখতে পায়। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে। আসমা একই জেলার রামগতির আলেক জান্ডার গ্রামের আশ্রাব হাওলাদারের মেয়ে।
রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/পিআর