চারজনই প্রতিবন্ধী তবুও থেমে নেই ওরা
শরীয়তপুরে একটি অসহায় পরিবারের সাত সদস্যের চারজনই বাকপ্রতিবন্ধী। তারা জন্মগতভাবে প্রতিবন্ধী হলেও জীবন যুদ্ধে পেশা হিসেবে বেছে নিয়েছেন বাঁশ শিল্পের কাজ।
বাকপ্রতিবন্ধী এই পরিবারটির বসবাস ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর সুতলকাঠি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মৃত মো. নয়ন শরীফ গোলন্দাজ ও মৃত মোসাম্মদ হলুফা বেগমের সাত সন্তানের মধ্যে মেয়ে মোসাম্মদ নিলুফা বেগম (৫৫), দেলোয়ার হোসেন গোলন্দাজ (৪৮), মোক্তার হোসেন গোলন্দাজ (৪৫) ও আলতাফ হোসেন গোলন্দাজ (৪২) বাকপ্রতিবন্ধী।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তাদের বাবা নয়ন শরীফ গোলন্দাজ। তিনি বাঁশ শিল্পের কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। এ অবস্থায় তার স্ত্রী হলুফা বেগম বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরে চিকিৎসার অভাবে ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন। এর দুই বছর পরই প্যারালাইজড হয়ে মারা যান নয়ন শরীফ।
নয়ন শরীফ গোলন্দাজের ছেলে মোশারফ হোসেন বলেন, বাবার কাছ থেকে বাঁশ শিল্পের কাজ শিখেছি। পরে প্রতিবন্ধী চার ভাই বোনদের ইসারা, ইঙ্গিতে ওই কাজ শিখিয়েছি। দুই বোনকে বিয়ে দিয়েছি। ওরা স্বামীর সংসারে ভালো আছে। এছাড়া প্রতিবন্ধী নিলুফাকেও বিয়ে দিয়েছিলাম। বিয়ের তিন মাস পর নিলুফাকে আমাদের বাড়িতে রেখে ওর স্বামী পালিয়ে যায়। নিলুফার একটি মেয়ে আছে।
তিনি বলেন, আমি অন্যের জমিতে কাজ করি। আর চার প্রতিবন্ধী ভাই বোন বাঁশ শিল্পের কাজ করে। প্রতি মাসে এক হাজার ৫০০ টাকার বাঁশ কিনে দেই। তা দিয়ে কুলা, চালনা, খাঁচা, ঢাকি, দাড়িপাল্লা, পলো, চাইসহ নানান সামগ্রী তৈরি করে। পাইকাররা বাড়ি থেকে এগুলো কিনে নেয়। তাতে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা লাভ হয়।

তিনি আরও বলেন, সরকার থেকে কোনো ঋণ পেলে বাঁশ শিল্প ব্যবসাটাকে বাড়ানো যেত। এতে সংসারটাও ভালো চলতো, প্রতিবন্ধী বোনটিকে বিয়ে দিতে পারতাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামাল হোসেন বলেন, ওই প্রতিবন্ধী পরিবারের একজনকে সমাজসেবা থেকে ভাতা প্রদান করা হচ্ছে। যা প্রতি ছয় মাস পর ৪ হাজার ২০০ টাকা করে পাচ্ছে। প্রতিবন্ধী ৪ জনই বাঁশ শিল্পের কাজ করে শুনে ভালো লাগলো। সরকার প্রতিবন্ধীদের জন্য ঋণের ব্যবস্থা করেছেন। ওই পরিবার থেকে কেহ যদি ঋণের জন্য আবেদন করে তাহলে ব্যবস্থা করে দেয়া যেতে পারে। একটি ঋণ পেলে বাঁশ শিল্পের ব্যবসাটা বড় করতে পারতো ওরা।
ছগির হোসেন/এমএএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা