ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৯ আগস্ট ২০১৮

পাবনা শহরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মন্ডলপাড়ার হাসিনা খাতুন (৪৫), রোজি খাতুন (৪২), মুসলিকা খাতুন (৪৬), সাজেদা খাতুন (৪০), রাসেল (২৫), আকাশ (২২), পাপ্পু (২০), জাহিদুল ইসলাম (২৬) ও শেখ রানা আহমেদের (৪০) নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

পাবনা সদর থানা পুলিশের ওসি ওবায়দুল হক জানান, মন্ডলপাড়ার বাসিন্দা ২ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাব্বান ও আওয়ামী লীগ কর্মী শাহিন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় রাত ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, দুই পক্ষের কেউই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএ/আরআইপি

আরও পড়ুন