শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি-ফাইল
খুলনায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জালাল (২৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি জালাল পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। আর রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সুমন্ত কুমার বিশ্বাস।
মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী এসএম বদিউজ্জামান জানান, নগরীর খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলে চাকরির সুবাদে তোতা মিয়া স্ত্রী তার তিন মেয়ে নিয়ে স্থানীয় একটি কলোনিতে বসবাস করেন। ১৯৯৯ সালের ১৪ এপ্রিল তোতা মিয়ার ভাড়াটিয়া জালাল তার ১৩ বছরের মেয়েকে বেড়ানোর কথা বলে বাড়ির বাইরে নিয়ে যায়। দুপুর ১টার দিকে তার মেয়ে বাড়ি ফিরে এসে জানায় জালাল ও আরও একজন প্লাটিনাম জুটমিলের কাঁচা কলোনির ভেতর নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েরটি মা খালিশপুর থানায় জালালসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই বছরের ৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম আদালতে জালাল ও আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
আসামি জালাল নগরীর খালিশপুর হাউজিং স্টেট এন/জে-১৭ এর বাসিন্দা শাজাহানের ছেলে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার লাল সিন্দালপট্টি গ্রামে।
আলমগীর হান্নান/আরএ/জেআইএম