শিমুলিয়া-কাঠালবাড়ির চাপ পড়েছে দৌলতদিয়ায়
ছবি-ফাইল
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর উপর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ওই রুটে বড় ফেরি চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়ায়।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে দৌলতদিয়া প্রান্তের সাড়ে ৩ কিলোমিটার সড়কে ৪ শতাধিক পণ্যবাহী যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট ও তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে প্রায় দ্বিগুণ সময় লাগায় যানবাহন আটকা পড়ছে। বিকেল পর্যন্ত ১৪টি ফেরি চলাচল করছে এবং ৩টি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে।
এদিকে দক্ষিণাঞ্চলের অপর গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং চ্যানেলে তীব্র নাব্যতা সংকটের কারণে গত তিনদিন ধরে ওই রুটে রোরো ফেরি চলাচল করতে পারছে না। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ছোট ফেরিগুলো দিয়ে যাত্রীবাহী যানবাহনগুলো পারাপার করছে। এতে করে ওই রুটের পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো নদী পারাপার হতে দৌলতদিয়া আসছে। এ কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি।
সিরিয়ালে আটকা পড়া চালকরা জানান, দালাল ছাড়া তো দৌলতদিয়ায় ফেরিতে ওঠার টিকিট পাচ্ছেন না তারা। বেশি টাকা দিয়ে টিকিট কিনেও ফেরিতে উঠতে পারছেন না। রাত থেকে তারা ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে রয়েছেন। মহাসড়কে আটকা থেকে নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন চালকরা।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সফিকুল ইসলাম জানান, তীব্র স্রোত ও ফেরি কম থাকার কারণে গত কয়েকদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। পাশাপাশি লৌহজং চ্যানেলে নাব্য সংকটের কারণে রোরো ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের যানবাহনগুলো এ রুটে আসছে। এ কারণে দৌলতদিয়ায় পণ্যবাহী যানবাহন সিরিয়ালে আটকা পড়ছে।
রুবেলুর রহমান/এমএএস/জেআইএম