সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের ওপর গাছ পড়ে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, রাত ১২ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন উদয়ন আটকা পড়ে। এ ঘটনায় ঢাকাগামী আরেকটি ট্রেন উপবন এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে। এতে গভীর রাতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
কমলগঞ্জে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুশহীদ জানিয়েছেন, খবর পেয়ে যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ