সাতক্ষীরায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির আটক
সাতক্ষীরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ছাত্র শিবিরের জেলা সহ-সভাপতিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, জিহাদি বই, গঠনতন্ত্র, লিফলেট ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আরিফুল ইসলাম ও ছাত্র শিবিরের সহ-সভাপতি আজারুল ইসলাম। মঙ্গলবার রাতে শহরের কাটিয়া রাজার বাগান এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান বলেন, রাজার বাগান এলাকায় জামায়াতের গোপন বৈঠক হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। ঘটনাস্থল অস্ত্র, গুলি, লিফলেট, জিহাদি বই ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।
আকরামুল ইসলাম/এএম/পিআর