টাকা আত্মসাৎ : পাবনায় দুই প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
পাবনার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম ও সাবেক সুজানগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লিয়াকত হোসেনকে আসামি করে মামলা করেছে দুদক।
৫৭ লাখ ১১ হাজার ৭৯৮ টাকা আত্মসাতের অভিযোগে পাবনা দুদকের সহকারী পরিচালক গোলাম মাওলা বাদী সুজানগর থানায় বৃহস্পতিবার বিকেলে এ মামলা করেন।
গোলাম মাওলা জানান, সুজানগর উপজেলার গাজনার বিল সংযোগ বাদাই নদী খনন সেচ সুবিধা উন্নয়ন, মৎস্য চাষ প্রকল্পের আওতায় ৮টি ইউনিয়নে ছয়জন হাঁস পালনকারীকে প্রশিক্ষণ কর্মসূচি, ৬ হাজার হাঁসের ঘর, ওষুধ ও শংকরজাতের বাছুর পালন প্রকল্পে ব্যয় দেখানো হয় ১ কোটি ৫২ লাখ ৩০ হাজার ৪৮৬ টাকা ৯২ পয়সা।
সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে প্রকল্পের সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রকল্পে বর্ণিত উপকরণসমূহ টেন্ডার আহ্বানের মাধ্যমে ক্রয়পূর্বক ৬০০ জন হাঁস পালনকারী ও ৬০০ জন বাছুর পালনকারী সুফলভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে বলে দেখানো হয়।
প্রশিক্ষণ বাবদ অর্থের ও উপকরণ বিতরণ রেজিস্ট্রারে সুজানগর উপজেলার সাবেক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লিয়াকত হোসেন এবং সাইফুল ইসলাম গাজনারবিল সংযোগ বাদাই নদী খনন, সেচ সুবিধা উন্নয়ন ও মৎস্য চাষ প্রকল্প যৌথভাবে প্রত্যয়ন করেন।
এসব প্রকল্পে ভুয়া বিল করে ৫৭ লাখ ১১ হাজার ৭৯৮ টাকা ১০ পয়সা আত্মসাৎ করেন তারা। দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করা হয় বলেও জানান দুদকের সহকারী পরিচালক গোলাম মাওলা।
একে জামান/এএম/জেআইএম