জিয়া-খালেদা-তারেক বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দাতা : তথ্যমন্ত্রী
ফাইল ছবি
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জেনারেল জিয়া, খালেদা ও তারেক বঙ্গবন্ধুর খুনি ও ৭১’র খুনির আশ্রয়-প্রশ্রয় দাতা। তিনি বলেন, ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা, জঙ্গি, সন্ত্রাস ও মানুষ পোড়ানোর ঘটনাসহ দেশে যেসব দুষ্কর্মের ঘটনা ঘটেছে তার সঙ্গে তারাই জড়িত।
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় ইনু চ্যালেঞ্জ দিয়ে বলেন, জিয়া, খালেদা ও তারেক যে ভয়াবহ দুষ্কর্মের সঙ্গে জড়িত তা অস্বীকার করার উপায় নেই। তারপরও যারা অস্বীকার করে তারা কার্যত জিয়া,খালেদা, তারেক ও বিএনপির দুষ্কর্মকে গণতন্ত্রের ধোঁয়াতে ধোঁয়া তুলে আড়াল করতে চাই।
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/আরএ/জেআইএম