জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১
জামালপুরে কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে সাদেক (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে জামালপুর-মেলান্দহ লাইনের ঝিনাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদেক নামে ওই ব্যক্তি ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদে বসে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে কমিউটার ট্রেনটি জামালপুর-মেলান্দহ লাইনের ঝিনাই ব্রিজ এলাকায় আসলে ব্রিজের লোহাড় রেলিং এর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এসময় সাদেক নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ সাদেকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত সাদেকের বাড়ি পার্শ্ববর্তী গাইবান্ধা জেলায়। তিনি ওই জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব গাবগাছা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। সাদেকের পরিবার মোবাইলে জানিয়েছে, কাজের উদ্দেশ্যে রোববার জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে কমিউটার ট্রেনে সাদেক ঢাকা যাচ্ছিলেন।
শুভ্র মেহেদী/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম