ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীর দুর্ঘটনায় হতাহতদের জেলা প্রশাসনের অনুদান

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:০৯ পিএম, ২০ আগস্ট ২০১৮

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য ১০ হাজার টাকা ও আহতদের জন্য ৫ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

সোমবার সকালে ফেনী সদর হাসপতালে আহতের দেখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। এছাড়াও আহতদের খোঁজ-খবর নিয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দেন ওয়াহিদুজ্জামান।

feni-pic-(2)

এর আগে সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় গরু বোঝাই ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে ৬ জন নিহত ও ৭ জন আহত হন।

এফএ/জেআইএম

আরও পড়ুন