ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গর্তে পড়ে ডুবে গেলো কোরবানির গরু, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২১ আগস্ট ২০১৮

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে সকালে এক ব্যবসায়ীর কোরবানির জন্য কেনা গরু বাড়ির পাশে একটি গর্তে পড়ে ডুবে যায়।

দীর্ঘক্ষণ চেষ্টার পর গরু উদ্ধারে ব্যর্থ হয়ে খবর দেন ফায়ার সার্ভিসকে। অবশেষে এক ঘণ্টার চেষ্টায় গরুটিকে জীবিত অবস্থায় গর্ত থেকে তুলে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

SRiPUR2

স্থানীয় ব্যবসায়ী তোতা মিয়া বলেন, কোরবানির জন্য ৩৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। গরুটি বাড়ির পাশে একটি গাছে সঙ্গে বাঁধা ছিল। হঠাৎ গরুটি দড়ি ছিঁড়ে ১৫ ফুট গভীর একটি গর্তে পড়ে যায়। স্থানীয়রা গর্ত থেকে গরুটি উদ্ধারে ব্যর্থ হলে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়েই শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে গরুটিকে গর্ত থেকে জীবিত অবস্থায় তুলে আনেন। এখন গরুটি সুস্থ।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. জিহাদ বলেন, ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ১৫ ফুট গভীর গর্ত থেকে গরুটিকে উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

শিহাব খান/এএম/এমএস

আরও পড়ুন