ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২১ আগস্ট ২০১৮

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। সেইসঙ্গে যানজট টোল প্লাজা পর্যন্ত আসার সময় টোল গ্রহণ মাঝেমধ্যে বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে ঘরমুখী মানুষকে রাস্তায় আটকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

ঈদের আগের দিন মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এ অবস্থা দেখা গেছে। পাশাপাশি উল্টো পথে গাড়ি ঢুকে পড়ায় বিশৃঙ্খলার মধ্যে বঙ্গবন্ধু সেতুতে প্রায় দুই ঘণ্টা উত্তরবঙ্গগামী গাড়ি পার হতে পারেনি।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর টোল প্লাজা এলাকা থেকে যানজট শুরু হয়। এ সময় বাস থেকে যাত্রীদের যানজট ছাড়ার অপেক্ষা করতে দেখা যায়।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে সৃষ্টি হওয়া যানজট মঙ্গলবার বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। যানজট টোল প্লাজা পর্যন্ত আসার পর টোল নেয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওই এলাকা যানজটমুক্ত হলে টোল নেয়া শুরু হয়। ফলে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেইসঙ্গে ধীরগতিতে চলছে উত্তরবঙ্গগামী যানবাহনগুলো। আবার কোথাও কোথাও খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।

Tangail-Hiway3

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে গতকাল রাতে টোল আদায় কিছু সময় বন্ধ থাকার কারণে সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে এলেঙ্গা থেকে ভূঞাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার আঞ্চলিক সড়কে তীব্র যানজট লাগে। সকালে যানজট কমে আসে। মঙ্গলবার বিকেলে করটিয়া থেকে রাবনা বাইপাস পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। রাত ৮টা পর্যন্ত কিছুটা যানজট কমলেও ধীরগতিতে চলছে যানবাহন।

এদিকে, গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত থেমে থেমে যান চলাচল করছে। যানবাহনের ধীরগতি, থেমে থেমে যানজটসহ তীব্র গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিশু ও নারীরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার বলেন, গতকাল রাতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় কিছু সময় বন্ধ থাকায় সেতু এলাকায় যানজট সৃষ্টি হয়। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় উত্তরবঙ্গগামী যানগুলো ধীর গতিতে চলছে। আবার কোথাও কোথাও যানজট সৃষ্টি হচ্ছে। তবে এ যানজট তীব্র হচ্ছে না।

Tangail-Hiway3

আশেকপুর বাইপাস মহাসড়কে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থ বলেন, মহাসড়কে পরিবহন সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব পাশে চারলেনে গাড়ি চলাচল করে। কিন্তু সেতুর পশ্চিম পাশের সিরাজগঞ্জের গোলচত্বর শেষে উত্তরবঙ্গগামী ও বগুড়া সড়ক একলেন। তাই সেখানে গিয়ে যানজট লাগে। মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটার সড়কে মাঝেমাঝে যানজট লাগছে। তবে ভোগান্তি নিরসনে মহাসড়কের প্রতিটি পয়েন্টে পুলিশ তৎপর রয়েছে।

ঢাকা থেকে ভূঞাপুরগামী রোকন মোল্লা বলেন, বিকেল ৫টা থেকে করটিয়া ও রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কে যানজট রয়েছে। এছাড়া অধিকাংশ সড়ক স্বাভাবিক। কালিয়াকৈর এলাকায় ঢাকামুখী যানগুলো বন্ধ করে দিয়ে উত্তরবঙ্গগামী যানগুলো চারলেনে ছেড়ে দেয়া হয়েছে। এতে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হচ্ছে।

গোড়াই হাইওয়ে পুলিশের ওসি একেএম কাউছার বলেন, আমার এলাকায় মহাসড়কে যান চলাচলের ধীরগতি রয়েছে। তবে যানবাহন আটকে নেই।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে মহাসড়কে পুলিশ তৎপর রয়েছে। পুলিশের ৭২৩ সদস্য ও ২০০ আনসার সদস্য মহাসড়কে কাজ করছেন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

আরও পড়ুন