বগুড়ায় শতভাগ পাস নেই নামকরা কলেজগুলোতে
এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের দিকে দিয়ে বগুড়ায় নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পেছনে পড়েছে। শতভাগ পাসের তালিকায় তাদের নাম নেই। এ তালিকায় স্থান করে নিয়েছে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
তবে জিপিএ-৫ এর দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে বগুড়া সরকারি আযিযুল হক কলেজ। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
কলেজ সূত্রে জানা যায়, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ২৫৮ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট ১১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ১০১ জন। একইভাবে মানবিক বিভাগ থেকে মোট ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৭ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে মোট ৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ১৫ জন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৩০১ জন ছাত্রছাত্রী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট ১২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৮২ জন। মানবিক বিভাগ থেকে মোট ৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ১৫ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে মোট ৯৪ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ২০ জন।
পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১৬৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ২১ জন। মানবিক বিভাগ থেকে মোট ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৪ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে মোট ৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৬ জন।
এদিকে বগুড়া সরকারি আযিযুল হক কলেজ থেকে মোট ১ হাজার ৬২৮ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১ হাজার ৫৭৯ জন কৃতকার্য হয়। জিপিএ-৫ পায় মোট ৭১১ জন। পাসের হার শতকরা ৯৭ ভাগ। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৯৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৫৮৯ জন। মানবিক বিভাগ থেকে মোট ৩১১ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৬১ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে মোট ৩৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৬১জন।
অপরদিকে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৭১৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পায় ৩৭১ জন। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৮৬ ভাগ। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৪২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৩৩০ জন। মানবিক বিভাগ থেকে মোট ৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে মোট ১৯৪ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ২৮ জন।
বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৪ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। জিপিএ-৫ পায় ২৭ জন। পাসের হার শতকরা ৯৫ দশমিক ৪৬ ভাগ।
এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৩১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ২১ জন। একইভাবে মানবিক বিভাগ থেকে মোট ৪৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৬ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে মোট ২১২ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ জিপিএ-৫ পায়নি।
এছাড়া বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ২৩৯ জন ছাত্রছাত্রী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৩২ জন।
অন্যান্যবারের চেয়ে তুলনামূলক খারাপ ফলের কারণ জানতে চাইলে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ সামসুল আলম জয় জাগো নিউজকে জানান, হরতাল অবরোধসহ বিভিন্ন কারণে এবার শিক্ষার্থীরা হয়রানি হয়েছে। এসব কারণে ফলাফল কিছুটা খারাপ হয়েছে।
লিমন বাসার/এমজেড/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন