ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদীর মাঝখানে বল আনতে গিয়ে ফিরলো না রিমন

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৮ আগস্ট ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আরিফুল হক রিমন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার তিতাস রেলওয়ে সেতুর নিচে এ ঘটনা ঘটনা ঘটে।

রিমন আখাউড়া পৌরশহরের রেলওয়ে কলোনীর কুমারপাড়া মহল্লার আমিরুল হকের ছেলে। সে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধুদের সঙ্গে বল নিয়ে আখাউড়া রেলওয়ে জংশনের অদূরে দ্বিতীয় তিতাস রেলওয়ে সেতুর নিচে নদীতে সাঁতার কাটতে নামে রিমন। এ সময় নদীর মাঝখান থেকে বল আনতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। পরে খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা মুমূর্ষু অবস্থায় রিমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জালাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল সঞ্চয়/এমএএস/আরআইপি