সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত
প্রতীকী ছবি
সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু রফিকুল ইসলাম রানা (৩৭) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা ৩টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। র্যাবের দাবি, নিহত বনদস্যু রফিকুল ইসলাম রানা বনদস্যু নোয়া বাহিনীর সদস্য।
র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় বনদস্যুতা দমনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের অপারেশন টিম ওই এলাকায় পৌঁছালে র্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা প্রথমে গুলি ছোড়ে । উভয় পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে বনদস্যুরা বনের গভীরে পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক বনদস্যুর মরদেহ, একটি বন্দুক, দুটি ওয়ান শুটারগান ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয় জেলেরা মরদেহটি বনদস্যু নোয়া বাহিনীর সদস্য রফিকুল ইসলাম রানার (৩৭) বলে শনাক্ত করেন।
শওকত বাবু/আরএআর/এমএস