ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার
ফাইল ছবি
বগুড়া গাবতলী উপজেলায় ১০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ইউপি সদস্য নিকরাইল ইসলাম রুবেলকে (৩২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। বুধবার দুপুরে অভিযান চালিয়ে গাবতলীর হিজলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউপি সদস্য নিকরাইল গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া সার্কেলের পরিদর্শক শাহজালাল জানান, ইউপি সদস্য নিকরাইল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিল। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ক্রেতা সেজে তার বাড়িকে ইয়াবা কিনতে যায়। এ সময় ওৎ পেতে থাকা অপর সদস্যরা তাকে গ্রেফতার করে। পরে তার ঘরে তল্লাশি করে বিছানার নিচ থেকে ১০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার রুবেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
লিমন বাসার/আরএ/জেআইএম