তিন বছর বয়সী দুই শিশুর করুণ মৃত্যু
ফাইল ছবি
পটুয়াখালীর মহিপুরে পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু জান্নাতি ও আসাদুলের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের চরগঙ্গামতী গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশু জান্নাতি ওই এলাকার ইউসুফ মুন্সীর মেয়ে এবং আসাদুল একই এলাকার হোসেন আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই দুই শিশু বাড়ির পাশে পুকুরে খেলা করছিল। সবার অগোচরে দু’জনেই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে।
ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, শিশু দুইটিকে উদ্ধার করে স্থানীয়রা চাপলী বাজার ইয়াকুব ডাক্তারের ওষুধের দোকানে নিয়ে আসে। এখানে আনার পর জানা যায় তারা মারা গেছে।
এমএএস/এমএস