ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনসিডিলসহ গুলিবিদ্ধ যুবক আটক

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩০ আগস্ট ২০১৮

লালমনিরহাটের আদিতমারীতে ৪০ বোতল ফেনসিডিলসহ গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলম (৩০) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নার পুল এলাকা থেকে আটক করা হয়।

আটক শাহ আলম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি গ্রামের ফয়সাল আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ
উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নাল পুল এলাকায় অবস্থান করেন। এ সময় মাদক ব্যবসায়ী শাহ আলমসহ আরও ৩-৪ জনের একটি দল ফেনসিডিল নিয়ে তিস্তার চরাঞ্চলের দিকে যাচ্ছিল। পরে পুলিশ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা উল্টো পুলিশের ওপর হামলা চালায়। আত্নরক্ষার্থে পুলিশ তাদের ওপর গুলি চালালে মাদক ব্যবসায়ী শাহ আলম পায়ে গুলি লাগে। আর তার সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ দিকে মাদক ব্যবসায়ীর হামলায় এএসআই চিত্ত রঞ্জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ শাহ আলমকে আটক করে পুলিশ।

গুলিবিদ্ধ শাহ আলম ও আহত পুলিশ কর্মকর্তা চিত্ত রঞ্জন বর্মন বর্তমানে আদিতমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/আরএ/পিআর

আরও পড়ুন