ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেলকুচিতে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ৩০ আগস্ট ২০১৮

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওলিউজ্জামান এ আদেশ দেন।

দলীয় সূত্র জানায়, আজ সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকরা দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার ডাকে। একই সময়ে একই স্থানে আব্দুল মজিদ মন্ডল এমপির সমর্থকরাও সভা ডাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওলিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে একই স্থানে সভা ডাকায় দলীয় কার্যালয় ও এর আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

আরও পড়ুন