নিখোঁজের ৪ দিন পর মিললো তরুণীর বস্তাবন্দি মরদেহ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর লিমু আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বাড়ৈখালী বাজারের চাঁন সুপার মার্কেটের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লিমু আক্তার বাড়ৈখালী বাজারের পার্শ্ববর্তী আব্দুল মতিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে মার্কেটের নিচ থেকে দুর্গন্ধ বের হলে লোকজন গন্ধের উৎস খুঁজতে গিয়ে বস্তাবন্দি মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, লিমু কাপড় কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে বুধবার তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের খোঁজে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, লিমু কাপড় কেনার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তাছাড়া বস্তাটি মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত বড় আকৃতির হওয়ায় মার্কেটের কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর