৩০ জনকে কামড়াল পাগলা কুকুর
ফাইল ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার পোমরা ইউনিয়নের কয়েকটি গ্রামে পাগলা কুকুরের দল পথচারীদের ওপর এসব আক্রমণ চালায়।
পোমরা ইউনিয়ন পরিষদের সদস্য সাবের আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত পাশাপাশি কয়েকটি গ্রামের প্রায় ৩০ জন পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছে।
আহতদের অনেককে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, কয়েকটি গ্রামে কুকুরের কামড়ের ভয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুকুরের উপদ্রবের বিষয়টি জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে অতি দ্রুত কুকুর নিধনের ব্যবস্থা করা হবে।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত ভ্যাকসিন সুবিধা তাদের আছে। তাই আহতদের চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না। তবে উন্নত চিকিৎসার জন্য অনেকে চমেকে ভর্তি হচ্ছেন।
আবু আজাদ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ