হিলিতে ট্রাকের ধাক্কায় নারী নিহত
দিনাজপুরের হিলি স্থলবন্দরে হিরামতি সিনেমা হলের সামনে ট্রাকের ধাক্কায় ফেরেজা বেগম নামে এক নারী নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরেজা দীর্ঘদিন ধরে হিলির চুড়িপট্টি এলাকায় বাস করে আসছিল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দুপুরে ফেরেজা বন্দরের হিরামতি সিনেমা হলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রাকিম হাসান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিল/আরএ/জেআইএম