ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতায় মাঝির মৃত্যু
ব্রাহ্মণাবড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে জাহের মিয়া (৪০) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার তিতাস নদীর শিমরাইলকান্দি এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।
মাঝি জাহের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাঘাহাতা গ্রামের আরজু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিয়ষটি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, জাহের মিয়া সোনার তরী নামে একটি প্রতিযোগিতায় অংশ নেয়া একটি নৌকায় ছিলেন। প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি