ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত

প্রকাশিত: ১০:৪৪ এএম, ১০ আগস্ট ২০১৫

আমন ক্ষেতে সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মটরের ছেড়া তারে জড়িয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে।

নিহতরা হলেন, বাবা মকবুল হোসেন (৫৫) ও ছেলে মনোয়ার হোসেন (৩৩)। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চড়াইখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা জাগো নিউজকে জানান, ঘটনার সময় ছেলে মনোয়ার হোসেন তাদের আমন ক্ষেতে সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মটরের সাহায্যে তার টানছিলেন। এসময় ফাঁটা তারে ছেলে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে বাবা মকবুল হোসেন ছুটে আসলে তিনিও একইভাবে জড়িয়ে পড়েন।

সেখান থেকে তাদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জাগো নিউজকে বলেন এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এমজেড/পিআর