১২ যাত্রী নিয়ে মহাসড়কে উল্টে গেল লেগুনা
গাজীপুর সদর উপজেলায় ভবানীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে স্থানীয় কাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত সবাই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় হতে একটি যাত্রীবাহী লেগুনা শ্রীপুরের উপজেলার মাওনা চৌরাস্তায় যাচ্ছিল।
সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে লেগুনার চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত অবস্থায় উল্টে যায়। এ সময় লেগুনায় থাকা ১২ জন যাত্রী আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শিহাব খান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪