দেওয়ানগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর এজিআই দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার অনিতা হত্যা মামলার আসামি মুকুল মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে। রোবরার গভীর রাতে বকশীগঞ্জের দুর্গম কতুবেরচর গ্রাম থেকে পুলিশ মুকুলকে গ্রেফতার করে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ঝালরচর গ্রামের আবদুল লতিফের মেয়ে অনিতা (১৫) পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশুনা করতো। গত ১৫ মে রাতে নানার বাড়ি থেকে নিখোঁজ হলে পরদিন বিকেলে ব্রহ্মপুত্র নদী থেকে অনিতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন অনিতার বাবা আবদুল লতিফ। মামলা দায়ের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে বকশীগঞ্জের দুর্গম চর এলাকা কতুবেরচর গ্রাম থেকে ওই মামলার ৫ নম্বার আসামি মুকুল মিয়াকে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। মুকুল মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের মৃত শাহ্ জামালের ছেলে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. আছলাম হোসেন গ্রেফতারের কথা স্বীকার করে জানান, মুকুল মিয়াকে সাত দিনের রিমান্ড চেয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
শুভ্র মেহেদী/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম