ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গড়াই নদীর ভাঙনে শেখ রাসেল সেতু হুমকির মুখে

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

গড়াই নদীর প্রবল স্রোতের তোড়ে ভয়াবহ নদী ভাঙনের ফলে কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতু হুমকির মুখে। শনিবার সন্ধ্য়ায় সৃষ্ট ভাঙনে রাত ৯টা পর্যন্ত এই সেতুর হরিপুর অংশের পশ্চিম প্রান্তের প্রটেকশন ওয়ার্কের সম্মুখ থেকে ভেঙে প্রায় ৩০মিটার নদীতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই ওই স্থানটি ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার কর্মকর্তাদের নজরে নিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা কোনো প্রকার উদ্যোগ গ্রহণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ঘুরতে যাওয়া ভ্রমণকারীরা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছেন, এখন নদী ভাঙনের ঝুঁকিতে পড়লেও মূল সেতু নির্মাণ প্রকল্প সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের আর কিছু করার নেই। নদী ভাঙনের বিষয়টি এখন দেখার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, ব্রিজের প্রটেকটিভ এরিয়ায় ভাঙন হলে সেটা দেখবেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে প্রটেকটিভ এরিয়ার বাইরে হলে সেটা আমরা দেখব।

আল-মামুন সাগর/আরএ/আরআইপি

আরও পড়ুন