সিগারেটের আগুন থেকে ৪ ঝুটের গুদাম পুড়ে ছাই
ফাইল ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের ৪টি গুদাম পুড়ে গেছে। রোববার রাত ২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে এর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
কাশিমপুর ডিবিএল (মিনি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, মুহূর্তেই আগুন নূর ইসলাম, ইউনুছ আলী, জাহাঙ্গীর আলম ও শাহ আলম ফকিরের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোমবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নেভায়।
তিনি আরও জানান, সিগারেটের আগুন থেকে প্রথমে নূর ইসলামের গুদামে ওই আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪