নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় হাতেম আলী (৫৫) নামে এক মৎস্য খামারের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাতে উপজেলার পুরুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত হাতেম ওই এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পুরুড়া গ্রামের নামানধারা বিলে ওই গ্রামের কাজল, সোহরাব ও রাসেল মিয়া যৌথভাবে এক যুগ ধরে মাছ চাষ করেছেন। ওই বিলে হাতেম আলী নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। রোববার রাত ১১টার দিকে বাড়ি থেকে মৎস্য খামারে পাহারা দিতে বের হন হাতেম। এ সময় দুর্বৃত্তরা বিলের পাহারার টংঘরের কাছে একটি ধানক্ষেতে হাতেমকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
সকালে ধানক্ষেতে হাতেম আলীর মরদেহ দেখে থানায় খবর দেয়া হয়।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহত ব্যক্তি মাছের খামারের নৈশপ্রহরী ছিলেন। রাতে খামারে পাহারা দেয়ার জন্য গেলে কে বা কারা তাকে খুন করে। এ বিষয়ে স্থানীয়রা কেউ কিছু বলতে পারছেন না। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খামার মালিক কাজল মিয়া জানান, হাতেম চাচা একজন খুব ভালো মানুষ ছিলেন, তার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব ছিল না। তিনি কেন খুন হয়েছেন, কিছুই বলতে পারছি না।
আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম