শরীয়তপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষের ঘটনায় মামলা
শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৭৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল রোববার রাতে জেলা যুবলীগ নেতা মো. আমির আলী সরদার বাদী হয়ে পালং মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
শনিবার বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে শরীয়তপুর জেলা বিএনপি। পৌর এলাকার ধানুকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালুর বাসভবনে এ অনুষ্ঠান চলছিল।
বেলা ১১টার দিকে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ চলে। এতে জেলা যুবলীগের দফতর সম্পাদক জাহাঙ্গীর মাদবর, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক প্রকাশসহ দুইপক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়।
জেলা যুবলীগের দফতর সম্পাদক জাহাঙ্গীর মাদবর বলেন, আমরা যুবলীগের কর্মীসভা করার জন্য জেলা স্টেডিয়ামের পাশে জড়ো হয়েছিলাম। তখন বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের ১০ নেতাকর্মী আহত হয়। তাই আমাদের পক্ষ থেকে বিএনপি কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন বলেন, শরীয়তপুরে শান্তিপূর্ণভাবে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করছিলাম। হঠাৎ আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের অনুষ্ঠানে হামলা চালায়। এতে আমাদের ১৫ নেতাকর্মী আহত হন। তারা হামলা চালিয়ে আমাদের আহত করল সেইসঙ্গে আমাদের ৭৯ জনের বিরুদ্ধে মামলাও করলে। এ হামলা ও মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় ৭৯ জনসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।
মো. ছগির হোসেন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা