বকশীগঞ্জে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে বন্ধ
প্রতীকী ছবি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের হস্তক্ষেপে অষ্টম শ্রেণি পড়ুয়া দুই শিক্ষার্থী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। রোববার রাতে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ সকল বাল্যবিয়ে বন্ধ করেন।
জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার দরিদ্র যাদু মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী উত্তরবাজার এলাকার নবী হোসেনের ছেলে নজরুল ইসলামের (২২) বিয়ে ঠিক হয়। অপরদিকে নিলাক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের নাদের হোসেনের মেয়ের সঙ্গে প্রতিবেশী জানকিপুর গ্রামের ইসরাফিলের ছেলে ফরহাদের (২০) বিয়ে ঠিক হয়।
এদিকে, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী রোববার রাতে উভয় পক্ষের লোকজন কনে বাড়িতে বিয়ের জন্য আসে। ওই দুই স্থানে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।
শুভ্র মেহেদী/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম