চেক প্রতারণা মামলায় গ্রেফতার ১
চেক প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আসামি বরিশালের সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার নাহিদ কাশীপুর ইছাকাঠীর মৃত সিরাজুল হকের ছেলে এবং বিএম কলেজের বাকসুর আদলে গঠিত মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্ম পরিষদের জিএস।
বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, একটি চেক প্রতারণা মামলায় নাহিদ সেরনিয়াবাতকে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বেলা ১১টার দিকে গ্রেফতার করা হয়। পরে নাহিদ সেরনিয়াবাতকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাইফ আমীন/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল
- ২ ছয় বছরেই ব্যবহার অনুপযোগী দুই গুচ্ছগ্রামের শত পরিবারের বাসস্থান
- ৩ শিশির মনিরের নির্বাচনি সভায় বক্তব্য দিলেন সাবেক আ’লীগ নেতা
- ৪ স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তানদের নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী
- ৫ আপিলেও ফেরেনি বিএনপির আইয়ুবের প্রার্থিতা, বৈধ হয়েছে ছেলের মনোনয়ন