পুরস্কার দিতে তরুণ উদ্যোক্তা খুঁজছে সিআরআই
তরুণ উদ্যোক্তার খোঁজে মাঠে নেমেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়ং বাংলা। তরুণদের আইসিটিসহ সামাজিকভাবে আরও বিকোশিত করার লক্ষ্যে যৌথভাবে প্রতিষ্ঠানগুলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি জানান কর্মকর্তারা।
এ সময় অ্যাওয়ার্ড বিষয়ে বিস্তারিত বলেন, জেলা প্রশাসক তন্ময় দাস ও অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নোয়াখালীর সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের সংগঠনগুলোকে সামাজিক কাজে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ অ্যাওয়ার্ডের আয়োজন করেছে সরকার। ১০ বিভাগে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হবে। এর মধ্যে রয়েছে দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরও বেশ কিছু বিভাগে এ পুরস্কার দেয়া হবে।
মিজানুর রহমান/এএম/আরআইপি